Shayari Eco Resort is the perfect place to feel saint Martin’s and make your trip worthwhile. Located a bit far from the main jetty, West beach to be exact. Completely isolated from any kind of noise or disturbance you’d expect in the city. Just in front of the resort is the sea beach. The restaurant’s food is also very good. The resort offers a wonderful BBQ at night if you ask for it. The rooms were tidy enough and spacious too. The room rates were very cheap in spite of the peak season.
প্রবালদ্বীপ সেন্টমারটিনের অন্যতম আকর্ষণ, পশ্চিম বীচের কোল ঘেঁষে নজরুল পাড়ায় গড়ে উঠেছে সায়ারী ইকো রিসোর্ট। পরিবেশের কথা মাথায় রেখে যথা সম্ভব স্থানীয় উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে রিসোর্টটি। শহুরে ইট কংক্রিটের জঞ্জাল ছেড়ে আপনি যদি সেন্টমারটিনের মুক্ত পরিবেশে আবারও কংক্রিটের জঞ্জালে থাকতে চান, তবে নিশ্চিতভাবেই সায়ারী ইকো রিসোর্ট আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি প্রকিতির সাথে মিশে যেতে চান, ওয়াচ টাওয়ারে বসে অথবা হ্যামকে দোল খেতে খেতে জীবনের সেরা সূর্যাস্ত দেখতে চান, তবে সায়ারী ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সেরা জায়গা। ডাবের মিষ্টি পানিতে চুমুক দিতে দিতে আপনার মনে হতেই পারে জীবনটা বড়ই সুন্দর।